পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি, মূল্য তালিকা ও বিক্রয় রশিদ না থাকায় তিন মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে উপজেলা সদরের পূর্বধলা বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জামান’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেনে।
এ সময় বাজারের মাংস ব্যবসাষী মো. মোস্তফা, নজরুল ইসলাম ও মানিক মিয়া প্রত্যেককে ২হাজার টাকা কওে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন।