শুক্রবার , ৩১ মার্চ ২০২৩ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ বানিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. উপ-সম্পাদকীয়
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

স্মরণিকার মোড়ক উন্মোচন, আলোচনা সভা, বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল

প্রতিবেদক
admin
মার্চ ৩১, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

মোহাম্মদ আলী জুয়েল: ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ (DUPSWA)-এর উদ্যোগে গত ৩০শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের সেমিনার হলে রাজধলা নামে স্মরণিকার মোড়ক উন্মোচন, আলোচনা সভা, বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মেহেদী হাসান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান, আরবী বিভাগের সহযোগী অধ্যাপক কামরুজ্জামান শামীম, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের কৃষি প্রকৌশল বিভাগের চেয়ারম্যান মিসবাহউজ্জামান চন্দন, ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রুমন, ডিএমপি পুলিশ কর্মকর্তা ইয়াসির আরাফাত খান লেনিন প্রমুখ ছাড়াও সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৫জন শিক্ষার্থীকে মরহুমা আমেনা খাতুন বৃত্তি-২০২৩ প্রদান করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের রচনা ও সম্পাদনায় রাজধলা নামের একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

উল্লেখ্য, পূর্বধলা উপজেলার সরকারি কলেজের পাশে একশত ত্রিশ একর জায়গা জুড়ে বিস্তৃত জলাভূমি রাজধলা।পানির স্বচ্ছতার কারণে স্থানীয়রা এর নাম দিয়েছিলো ধলা বিল। প্রাচীন ঐতিহ্যের ধারক রাজধলা বিল। এই বিলে সব সময় পানি থাকে। এই বিলের মাছ সুস্বাদু। বর্তমানে বিলটি বিনোদনের কেন্দ্র হিসেবেও বেশ পরিচিত।

আলোচনা অনুষ্ঠানে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন, শিক্ষার্থীর উন্নয়নে বিভিন্ন কর্মকান্ড বিষয়ে দিকনির্দেশনা ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। DUPSWA’র সাধারন সম্পাদক আজহারুল ইসলাম রনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনা সভা শেষে ইফতারের মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

সর্বশেষ - খেলাধুলা