পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন নেত্রকোনার পূর্বধলায় ঝড় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
সোমবার ( ৩ এপ্রিল) দুপুরে তিনি উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনের খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
এছাড়া তার সহধর্মীনী সংরক্ষিত মহিলা আসনের এমপি জাকিয়া পারভীন খানম মনি’র ঐচ্ছিক তহবিল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ৫লক্ষ টাকা অনুদানের কথা ঘোষনা দেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপ কালে আহমদ হোসেন বলেন, বতর্মান সরকার একটি মানবিক সরকার। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কেউ না খেয়ে থাকবে না। এই সমস্যা নিয়ে ইতিমধ্যে মন্ত্রী সাহেবের সাথে কথা হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন মান উন্নয়নে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। যে কোন দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার মানুষের পাশে আছেন এবং থাকবে। ইউএনও সাহেবকে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া জন্য।
এ সময় তার উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলী নেতা আবুল কালাম তালুকদার, গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসনাত জামান খোকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আহনাফ হোসেন সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ২৯ মার্চ বুধবার ভোরে শিলাবৃষ্টি ও ঝড়ে উপজেলার তিনটি ইউনিয়নে ৫০ থেকে ৬০টি আধাপাঁকা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। প্রায় ৭শ হেক্টর বোরো ও ২০হেক্টর জমির সব্জি ফসল ও বিভিন্ন প্রজাতির ফলের মুকুল বিনষ্ট হয়। উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্য অনুযায়ী শিলা-বৃষ্টিতে অন্তত ১০কোটি টাকার উপরে ক্ষয়-ক্ষতি হয়েছে এবং ৫ হাজার ১৫০জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়।