পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় সক্রিয় সাংবাদিকদের সংগঠন পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মোস্তফা কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যগণ এক সঙ্গে ইফতার করেন।
ইফতারির আগে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি সাদ্দাম হোসেন’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,
এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, সাংবাদিকেরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের মধ্যে দিয়ে দেশ ও জাতির জন্যে নিজেদেরকে বিলিয়ে দেবেন। তাদের লেখনীর মধ্যে দিয়ে মানুষের কল্যান হবে। এজন্যে সকলকে নিজ নিজ জায়গা থেকে সু-সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি।
পরে উপজেলাবাসীসহ বিশ্ববাসীর কল্যাণে দোয়া পরিচালনা করেন রিপোর্টাস ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আনোয়ার হোসেন মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকা উপজেলা প্রতিনিধি মো. শফিকুল আলম শহীন, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি মো. ছাইদুল ইসলাম, সংগঠনটির সদস্য দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মো. আমিনুল ইসলাম মন্ডল, দৈনিক আজকের আলোকিত সকাল’র প্রতিনিধি নাহিদুল ইসলাম আলম, পূর্বধলা দর্পণের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, বাংলার আওয়াজের মো. হোসেন ও আবু সাঈদ প্রমুখ।