নেত্রকোনার পূর্বধলায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় পূর্বধলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের হাজারো মানুষ শ্রেণি-পেশা-আর্থিক অবস্থান ভুলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন।
ঈদের নামাজের ইমামতি করেন পূর্বধলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. নূর মোহাম্মদ । নামাজ শেষে খুতবা শোনা হয়। পরে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের নামাজ শেষে চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী সবাই কোলাকুলি করেন।
এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসল্লিরা সকালে ঈদের জামাতে নামাজ আদায় করতে দলে দলে ঈদগাহে আসেন। ঈদের নামাজ শেষে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। নামাজ শেষে ঈদগাহ মাঠ সংলগ্ন কেন্দ্রীয় কবরস্থানে স্বজনেরা কবর জিয়ারত করেন।