নেত্রকোনার পূর্বধলায় প্রতিপক্ষের হামলায় খুন হয়ে যাওয়া দুদু মিয়ার অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
বুধবার (৩ মে ) বিকালে ওসি নিহত দুদু মিয়ার স্ত্রীর হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন ।
মামলার তদন্তকালে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটির আর্থিক দুরাবস্থা ও মানবেতর জীবনযাপন তাকে মারাত্মকভাবে নাড়া দেওয়ায় ব্যক্তিগতভাবে পরিবারটির নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।
ওসি সাইফুল ইসলাম বলেন, এ ধরনের মানবিক কাজে আমরা সব সময় কাজ করছি। হত্যাকান্ডের সাথে জড়িত ৪ জনকে দ্রুততম সময়ে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য: গত ১৯ এপ্রিল বুধবার দিবাগত রাতে উপজেলার সানকীডোয়ারী গ্রামে ধানকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শ্রমিক দুদু মিয়া চিকিৎসাধিন অবস্থায় নিহত হয়।