জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “ জুলিও কুরি“ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নেত্রকোনার পূর্বধলায় ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মে ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আয়োজনে উপজেলার জারিয়া ইউনিয়নের পূর্ব মৌদাম কমিউিনিটি ক্লিনিকে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আরিফুল ইসলাম, এমটিইপিআই হেলেনা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক আ. রাশিদ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রেহেনা ইয়াসমিন, স্বাস্থ্য সহকারী সূপর্না বিশ্বাস এবং সিএইচসিপি মো. মোফাজ্জল হোসেনসহ স্থানীয় বিভিন্ন জন প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সিএইচসিপি মো. মোফাজ্জল হোসেন জানান, মোট ৯৫ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে।