যদি তাই না হতো তাহলেতো ইতোমধ্যে দৃশ্যমান কোন উদ্যোগ বা আয়োজন চােখে চোখে পরত।
কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পূর্বধলা সরকারি কলেজের প্রাক্তন মেধারী শিক্ষার্থীর মৃত্যুটা আর মেনে নিতে পারছিনা।
অসংখ্য লেখনি, মানববন্ধন, সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন সকলেই তাৎক্ষণিক খুব দুঃখ প্রকাশ করি।
আর কয়েকদিন খুব আফসোস করি। কিছুদিন পর অথবা পরেরদিনই আরো একটা মৃত্যু।
তাহলে আমরা যারা মানুষের প্রয়োজনে স্টিয়ারিং নিয়ে বসে আছি তারা কি বালির কাছে সবাই হেরে গেলাম?
আর তাহলেকি ধরে নিব সবার উপরে বালিই সত্য তাহার উপরে নাই?
লেখক: আনোয়ারুল হক (রতন)
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
পূর্বধলা সরকারি কলেজ।