পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ধলাই নদীতে গোসল করার সময় তলিয়ে গিয়ে আব্দুল জলিল (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নারায়নডহর বাজারের পশ্চিম পাশে ধলাই নদীতে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ আব্দুল জলিল উপজেলার কুতিউড়া গ্রামের মৃত জইনদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিখোঁজ আব্দুল জলিল ধলাই নদীতে গোসল করার একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে যায়। আশেপাশের লোকজন স্থানীয় ভাবে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসে সংবাদ দেয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।