সাদ্দাম হোসেন: নেত্রকোনার পূর্বধলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনা জেলা পুলিশের আয়োজনে ও পূর্বধলা সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট টিমের সহায়তায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) পূর্বধলা সরকারি কলেজ মাঠে এ কর্মসূচী পালন করা হয়।
এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম সুজন, বিশেষ অতিথি ছিলেন, পূর্বধলা সরকারি কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন।
এসময় উপস্থিত ছিলেন, পূর্বধলা থানার ওসি (তদন্ত) মাসুদ হাওলাদার, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এমদাদুল হক বাবুল, পূর্বধলা সরকারি কলেজ টিমের রেড ক্রিসেন্ট শিক্ষক আবু হানিফ তালুকদার রাসেল প্রমুখ।
এছাড়াও পুলিশ সদস্য, রেড ক্রিসেন্ট টিমের সদস্য ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।