বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ বানিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. উপ-সম্পাদকীয়
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

পূর্বধলার শ্যামগঞ্জে শান্তি রাণী মেধাবৃত্তি প্রদান

প্রতিবেদক
সাদ্দাম হোসেন
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৬:৪৭ পূর্বাহ্ণ

নেত্রকোণার পূর্বধলায় গোহালাকান্দা ইউনিয়নের কুতুবপুর গ্রামের শান্তি রাণী স্মৃতি পাঠাগার আয়োজনে ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রদান অনুষ্ঠানে চারজন শিক্ষার্থীকে ক্রেস্ট, একসেট বই ও একটি করে গাছের চারা তুলে দেয়া হয়। এছাড়াও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ষাটজন শিক্ষার্থীর হাতে  শান্তনা পুরস্কার বই ও গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম’র সভাপতিত্বে সহকারী শিক্ষক শহীদুল ইসলাম মানিক’র পরিচালনায় আলোচনা করেন বিশিষ্ট কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. শহীদুল্লাহ, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, প্রয়াত শান্তি রাণী সরকারের ছেলে অর্ণব সরকার প্রমুখ । এসময় সভায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজক পরিবারের পক্ষে প্রয়াত শান্তি রাণী সরকারের ছেলে অর্ণব সরকার বলেন, প্রতি বছর এ আয়োজন অব্যাহত থাকবে।

সর্বশেষ - সারাদেশ