নেত্রকোনার পূর্বধলা ও ময়মনসিংহের ধোবাউড়া আসনের সাবেক সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলী’র ১১তম মৃত্যুবার্ষিকী কাল মঙ্গলবার (৩ অক্টোবর)। এ উপলক্ষে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুপুরে কবর জিয়ারত, স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ডা. মোহাম্মদ আলী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে একাধারে তিনবার (৬ষ্ঠ, ৭ম ও ৮ম) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সংসদে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
পূর্বধলা-ধোবাউড়ার গণমানুষের নেতা হিসেবে তিনি উন্নয়ন কান্ডের জন্য ‘উন্নয়নের রূপকার’ খেতাব লাভ করেন। তিনি পূর্বধলা রাবেয়া আলী মহিলা কলেজ ও ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
উল্লেখ্য, তিনি ২০১২ সালের ৩ অক্টোবর ৭০ বছর বয়সে ঢাকার এ্যাপোলে হাসপাতালে মৃত্যুবরণ করেন।