“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও পূর্বধলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ফায়ার সার্ভিসের লিডার আবু সাঈদ মন্ডল প্রমুখ।
এছাড়া সাংবাদিক, রেড ক্রিসেন্ট সোসাইটির টিম, কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকগণ সহ বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ২৬ জন শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।