নেত্রকোণার পূর্বধলায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স।
সোমবার (২৩ অক্টোবর) মহা নবমী পুজার দিন তিনি পুজা মন্ডপ পরিদর্শনে গিয়ে মন্দির পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন।
এছাড়া প্রতিটি পূজামন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতকল্পে দায়িত্বরত পুলিশ, আনসার এবং স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় সাথে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন পূজামন্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।