বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ বানিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. উপ-সম্পাদকীয়
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

পূর্বধলায় আ.লীগের আনন্দ মিছিল, বিএনপির বিক্ষোভ

প্রতিবেদক
admin
নভেম্বর ১৬, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ণ

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের নির্দেশনা তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মিছিলে শেখ হাসিনা, নৌকা, নৌকা স্লোগানে মুখর হয়ে উঠে উপজেলার প্রধান সড়ক। আনন্দ মিছিল থেকে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট চাওয়া হয়। এতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশ নেয়।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার বলেন, সাংবিধানিক নিয়ম অনুযায়ী যথাসময়ে তফসিল ঘোষণা হয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনা সরকারকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সব ধরনের প্রচেষ্টা আমরা চালিয়ে যাবো।

অপরদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সদ্য ঘোষিত তফসিলকে একতরফা ও গণবিরোধী বলে প্রত্যাখ্যান করে পূর্বধলায় মশাল জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। বিশকাকুনী এলাকায় বুধবার রাত ৮টার দিকে এ মিছিলে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরকার বিরোধী নানা স্লোগান দেয়।

উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার বলেন, তফসিল প্রত্যাখ্যান করে আমরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছি। একতরফা তফসিল জনগনও প্রত্যাখ্যান করেছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে, সেটা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণের পূর্বধলা থানা পুলিশ প্রস্তুত রয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত